জঙ্গিপুর হাসপাতালের মর্গে ৬ বডি মরচুয়ারী উদ্বোধন, কারা ছিলেন সেই অনুষ্ঠানে – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান মহাশয়ের সাংসদ উন্নয়ন তহবিল থেকে জঙ্গিপুর হাসপাতালের মর্গে ৬ বডি মরচুয়ারী কেবিনেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। এর ফলে মর্গ পরিষেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ, জঙ্গিপুর মহকুমা শাসক একাম যে সিং, জঙ্গিপুর পৌরপিতা মফিজুল ইসলাম এবং হাসপাতালের সুপার সহ অন্যান্য আধিকারিকগণ।