পুজো মণ্ডপে এবার ‘অভিষেক দূত’, ভিড় সামলাতে নতুন অ্যাপ আনল তৃণমূল! – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপূজা মানেই উৎসবের মরসুম, আর এই সময়েই মানুষের সঙ্গে জনসংযোগের সুযোগ হাতছাড়া করতে চাইছে না তৃণমূল। সামনেই বিধানসভা নির্বাচন, তাই এবার পুজো ম্যান্ডপে পুলিশ প্রশাসনের পাশাপাশি দেখা যাবে এক নতুন দলকে— ‘অভিষেক দূত’। হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের এই নতুন উদ্যোগ নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।

হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সম্প্রতি একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের উদ্বোধন করে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায় বলেন, পুজো মণ্ডপে ভিড় সামলাতে পুলিশকে প্রায়শই হিমশিম খেতে হয়। বয়স্ক দর্শনার্থীরা অনেক সময় নানা সমস্যায় পড়েন। এই অ্যাপের সাহায্যে সহজেই তাঁরা ‘অভিষেকের দূত’-দের কাছে সাহায্য চাইতে পারবেন। এর মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছানো সম্ভব হবে।

এই অ্যাপে কী থাকবে? হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র জানান, অ্যাপটি গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে। এতে হাওড়া সদরের সাতটি বিধানসভা এলাকার ১৭০ জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর দেওয়া আছে, যাঁরা ২৪ ঘণ্টা সাহায্যের জন্য উপলব্ধ থাকবেন। এছাড়াও, এই অ্যাপে হাওড়ার বিভিন্ন পুজো মণ্ডপে যাওয়ার ম্যাপ, পুলিশের হেল্পলাইন নম্বর এবং অন্যান্য প্রশাসনিক নম্বরও পাওয়া যাবে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, শুধু দুর্গাপূজা নয়, কালীপূজা, জগদ্ধাত্রী পূজা এমনকি ছট পূজাতেও এই অ্যাপ চালু থাকবে।

তবে এই নতুন উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। হাওড়া সদরের বিজেপি সম্পাদক ওমপ্রকাশ সিং প্রশ্ন তুলেছেন, “অভিষেকের দূত কী করবেন? তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন? মানুষের সঙ্গে তৃণমূলের সংযোগ কমে গেছে?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *