মহামারি দুর্গাপূজার অনুমতি ঘিরে তুমুল উত্তেজনা মালদহে – এবেলা

এবেলা ডেস্কঃ
মালদহ: দুর্গাপূজার অনুমতি নিয়ে মালদহের চাঁচলে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। চাঁচলের পরিচিত বিগ বাজেটের পুজো, বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজো আটকে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ১ নং ব্লকের বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়ার বিরুদ্ধে। জানা গেছে, মণ্ডপ তৈরির জায়গাটি সরকারি হওয়ায় এই সমস্যা তৈরি হয়। যদিও উদ্যোক্তাদের দাবি, গত ৫০ বছর ধরে তারা একই জায়গায় পুজো করে আসছেন এবং এর আগে কখনো কোনো বাধা পাননি। কর্মকর্তারা পুজো আটকে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বিডিও দপ্তরে বিক্ষোভ দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তবে শেষ পর্যন্ত জনগণের চাপে পিছু হটতে বাধ্য হয়েছেন বিডিও। ব্যাপক বিক্ষোভ এবং সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তিনি বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজো করার অনুমতি দিয়েছেন। শুরুতে কর্মকর্তাদের সঙ্গে বিডিওর দুর্ব্যবহারের অভিযোগ উঠলেও শেষ মুহূর্তে তার এই সিদ্ধান্ত স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে। তবে এ বিষয়ে বিডিও কোনো মন্তব্য করতে রাজি হননি।