কলকাতা কেন তোলপাড়, মাত্র ৬ ঘণ্টার বৃষ্টিতে ৯ জনের মৃত্যু! আসল কারণ ফাঁস করলেন মুখ্যমন্ত্রী? – এবেলা

এবেলা ডেস্কঃ

পুজোর মুখে এমন আকস্মিক দুর্যোগের পূর্বাভাস ছিল না। গত রাতে মাত্র ৬ ঘণ্টার বৃষ্টিতে কার্যত স্তব্ধ হয়ে যায় গোটা মহানগরী। এই দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি সিইএসসি-কে দায়ী করে বলেছেন, “তারা শুধু ব্যবসা করে, কিন্তু দায়িত্ব নেয় না। একাধিকবার বলা সত্ত্বেও তারা বিদ্যুতের লাইন ঠিক করে না।” দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সিইএসসি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে নির্দেশ দিয়েছেন এবং মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, সিইএসসি এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে। তাদের এগজিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ ঘোষ জানান, মৃতদের মধ্যে পাঁচটি ঘটনাই ঘটেছে তাঁদের নিজেদের বাড়ির বা কারখানার ত্রুটিপূর্ণ ওয়্যারিংয়ের কারণে। বাকি দুটি দুর্ঘটনা ঘটেছে স্ট্রিট লাইট পোস্ট ছুঁয়ে, যা সিইএসসি’র অধীনে থাকে না এবং একটি ট্রাফিক সিগন্যালের কিয়স্ক স্পর্শ করায়। তিনি আরও জানান, সুরক্ষার কারণে জলমগ্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং জল নামার সঙ্গে সঙ্গে দ্রুত সংযোগ ফিরিয়ে আনার কাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *