ইউপিআই পেমেন্ট! বিদেশি মাটিতে খরচ নিয়ে আর চিন্তা নেই ভারতীয়দের – এবেলা

এবেলা ডেস্কঃ
দোহায় ভারতীয় পর্যটকদের জন্য দারুণ খবর। এবার থেকে কাতারে কেনাকাটা বা পরিষেবা গ্রহণের জন্য নগদ টাকা বা কার্ডের ওপর নির্ভর করতে হবে না। কারণ, সেখানেও চালু হলো ইউপিআই পেমেন্ট ব্যবস্থা। কাতার ন্যাশনাল ব্যাঙ্ক (কিউএনবি) এবং এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (এনআইপিএল) যৌথভাবে এই পরিষেবা শুরু করেছে।
এই নতুন সুবিধার ফলে কিউএনবি-এর নেটওয়ার্কে থাকা দোকানগুলোতে ভারতীয়রা খুব সহজেই ইউপিআই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। প্রাথমিকভাবে কাতার ডিউটি ফ্রি শপগুলোতে এই সুবিধা পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে অন্যান্য বড় পর্যটন কেন্দ্র ও বাজারেও এর বিস্তার ঘটানো হবে।
প্রতি বছর কাতারে আসা আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে ভারতীয়দের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। তাই এই উদ্যোগের ফলে মুদ্রা বিনিময় বা নগদ টাকা বহন করার ঝামেলা থেকে মুক্তি পাবেন তাঁরা। এনআইপিএল-এর সিইও রিতেশ শুক্লা জানান, এই অংশীদারিত্ব বিশ্বজুড়ে ইউপিআই-কে আরও গ্রহণযোগ্য করে তোলার পথে একটি বড় পদক্ষেপ। কিউএনবি-এর পক্ষ থেকে ইউসুফ মাহমুদ আল-নিমা বলেন, এর ফলে ভারতীয় পর্যটকরা যেমন উপকৃত হবেন, তেমনি কাতারের খুচরা ব্যবসা ও পর্যটন শিল্পও লাভবান হবে।
এদিকে, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ফোনপে বাজারে তাদের শেয়ার ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনার জন্য তারা ভারতীয় বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-এর কাছে গোপনীয়ভাবে আবেদন জমা দিয়েছে। যদিও আইপিও-এর আকার সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র অনুযায়ী, এই পাবলিক অফারে সহায়তা করার জন্য কোটক মাহিন্দ্রা ক্যাপিটাল, জেপি মরগান চেজ, সিটি গ্রুপ এবং মরগান স্ট্যানলি-কে নিয়োগ করা হয়েছে।