পুজোর আগে থ্রেডিং করছেন? ভুলেও এই কাজগুলো করবেন না, হতে পারে বিপদ! – এবেলা

এবেলা ডেস্কঃ

পুজোর আর ক’টা দিন বাকি। নিজেকে নিখুঁতভাবে সাজিয়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেকেই। আই-ব্রো থেকে শুরু করে মুখের অবাঞ্ছিত লোম তুলে ফেলতে মহিলারা পার্লারে ভিড় জমাচ্ছেন। কিন্তু সাজগোজের এই পর্বে একটি সাধারণ ভুলই আপনার ত্বকের বড় ক্ষতি করে দিতে পারে। পুজোর আগে মুখে থ্রেডিং করার পর কিছু নিয়ম মেনে চলা জরুরি, না হলে ত্বকে জ্বালা বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, থ্রেডিং করার পর ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়ে। এই অবস্থায় ত্বকের সঠিক যত্ন না নিলে বিপদ বাড়তে পারে। থ্রেডিংয়ের পর পরই ত্বক ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করা উচিত। এরপর জ্বালা কমাতে অ্যালোভেরা জেল ব্যবহার করা যেতে পারে।

এছাড়াও কিছু কঠোর নিয়ম মেনে চলতে হবে। থ্রেডিংয়ের পর সরাসরি রোদে যাওয়া এড়িয়ে চলুন। একই সঙ্গে, রাসায়নিকযুক্ত ফেসওয়াশ বা মুখে গরম স্টিম নেওয়া থেকেও বিরত থাকুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, থ্রেডিং করার পর ২৪ ঘণ্টার মধ্যে কোনো ধরনের মেকআপ ব্যবহার করা উচিত নয়। অ্যান্টি-এজিং ক্রিম বা এই ধরনের অন্য কোনো ক্রিমও ওই দিন ব্যবহার করা থেকে বিরত থাকা ভালো। এতে মুখের লোমকূপ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কমে।

ত্বককে হাইড্রেটেড রাখা থ্রেডিংয়ের পরে খুবই জরুরি। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই পুজোর আগে নিখুঁত সৌন্দর্যের জন্য এই ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চলুন এবং ত্বকের যত্ন নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *