আপনার অ্যাকাউন্টেই পড়ে নেই তো লক্ষাধিক টাকা? ১০ বছর ধরে দাবিহীন ৭৮ হাজার কোটি টাকা নিয়ে বড় পদক্ষেপ নিল RBI – এবেলা

এবেলা ডেস্কঃ
আপনিও কি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন না এমন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেখে দিয়েছেন? তবে এখনই সতর্ক হন। কারণ আপনার অ্যাকাউন্টেও পড়ে থাকতে পারে বিশাল অঙ্কের টাকা, যা আপনার অজান্তেই বছরের পর বছর ধরে পড়ে রয়েছে। ঠিক এমনটাই ঘটেছে দেশের ব্যাঙ্কগুলোতে।
দেশের বিভিন্ন ব্যাঙ্কে গত ১০ বছরেরও বেশি সময় ধরে প্রায় ৭৮ হাজার কোটি টাকা দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে। এই বিশাল অঙ্কের টাকার কোনো দাবিদার খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্ক দেশের সমস্ত ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে, আগামী তিন মাসের মধ্যে এই বিপুল পরিমাণ টাকার প্রকৃত দাবিদার খুঁজে বের করতে হবে এবং তাঁদের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, গত দশ বছরে যে সমস্ত সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি, সেই সমস্ত অ্যাকাউন্টগুলিতেই এই বিপুল পরিমাণ টাকা জমেছে। এছাড়াও, অনেক গ্রাহক মেয়াদী আমানত বা ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হওয়ার পরও তা দাবি করেননি। এর ফলে মৃত গ্রাহকদের অ্যাকাউন্টের নমিনি বা উত্তরাধিকারীরাও টাকার খোঁজ না করায় দিন দিন বাড়ছে দাবিহীন টাকার পরিমাণ। গত বছরের তুলনায় এই অর্থের পরিমাণ ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই সমস্যা সমাধানের জন্য RBI ‘উদগম’ নামে একটি পোর্টালও চালু করেছে। এই পোর্টালের সাহায্যে খুব সহজেই কোনো গ্রাহক তাঁর বা তাঁর পরিবারের কোনো সদস্যের কোনো ব্যাঙ্কে পড়ে থাকা দাবিহীন টাকার তথ্য জানতে পারবেন। RBI সূত্রে খবর, এই পোর্টাল চালু হওয়ার পর থেকে ইতিমধ্যেই সাড়ে আট লক্ষের বেশি গ্রাহক এর সুবিধা নিয়েছেন। আরবিআই মনে করছে, প্রধানত গ্রাহকদের সচেতনতার অভাবের কারণেই এমনটা হচ্ছে, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সম্পর্কে মানুষের ধারণা খুবই কম।