ভারতের হাতে পাকিস্তানের হার! ১৮ বছর পর ক্ষতে নুন ছেটালেন ইরফান পাঠান, নেপথ্যে এক বিশেষ দিন – এবেলা

এবেলা ডেস্কঃ

২০০৭ সালে আজকের দিনেই বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল ভারত। প্রথম টি-২০ বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক মুহূর্তের ১৮ বছর পূর্তিতে স্মৃতিচারণ করলেন বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ইরফান পাঠান। কেবল স্মৃতিচারণই নয়, একইসঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও খোঁচা দিতে ছাড়লেন না তিনি।

২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজও ক্রিকেটপ্রেমীদের মনে উজ্জ্বল। টানটান উত্তেজনার সেই ম্যাচে শেষ বলে শ্রীসন্থের ক্যাচ ভারতের হাতে তুলে দিয়েছিল বিশ্বকাপ ট্রফি। শুধু ফাইনাল নয়, গ্রুপ পর্বের ম্যাচেও বোল আউটে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেই জয়ের পর থেকেই টি-২০ ক্রিকেটে ভারতের দাপট শুরু হয়।

বিশ্বকাপ জয়ের ১৮ বছর পর সেই স্মৃতি তাজা করে ইরফান তাঁর এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে বিশ্বকাপ জয়ের কিছু ছবি দিয়ে তিনি লেখেন, “২০০৭ সালে কী অসাধারণ ছিল আজকের দিনটা। আমাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন সেদিন সত্যি হয়েছিল। আর টি-২০ ক্রিকেটেও পাকিস্তানকে নিয়মিতভাবে হারাতে শুরু করেছিলাম এই দিন থেকেই।”

ইরফানের এই পোস্টটি তাৎপর্যপূর্ণ, কারণ সাম্প্রতিক এশিয়া কাপেও ভারত দুইবার পাকিস্তানকে পরাজিত করেছে। এর পাশাপাশি, পাকিস্তানের ক্রিকেটারদের ‘ভারতবিদ্বেষী’ অঙ্গভঙ্গির ঘটনারও তীব্র সমালোচনা করেছিলেন ইরফান। পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে এনে তাঁর এই মন্তব্য যেন পাকিস্তানের ক্রিকেটীয় ক্ষতে নুন ছিটিয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *