রঘু ডাকাতের ভয়ে পিছিয়ে গেল রিলিজ ডেট? টলিপাড়ায় নতুন বিতর্ক! – এবেলা

এবেলা ডেস্কঃ
টলিপাড়ার প্রযোজক রানা সরকারের সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রানা সরকার তাঁর পোস্টে ‘রক্তবীজ ২’ এবং ‘রঘু ডাকাত’ সিনেমার মুক্তি নিয়ে প্রশ্ন তোলেন, “কে ভয় পেল?” এই মন্তব্যের পর থেকেই চলচ্চিত্র মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রানা সরকারের পোস্টে তিনি দাবি করেন, ‘রঘু ডাকাত’-কে কেউ ভয় পায়নি।
কিন্তু আসল কারণ কি অন্য? চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, ‘রঘু ডাকাত’-এর মুক্তির তারিখ ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর এগিয়ে আসার পেছনে কারণ হিসেবে ‘রক্তবীজ ২’কে ধরা হচ্ছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ ২’-এর ট্রেলার ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে এবং এই সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ তুঙ্গে। এই পরিস্থিতিতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ার ভয়েই কি ‘রঘু ডাকাত’-এর নির্মাতারা মুক্তির তারিখ বদল করলেন—এমন প্রশ্ন এখন টলিপাড়ার বাতাসে ভাসছে।