ক্রিকেট উন্মাদনা! সুপার ফোরে ভারত-বাংলাদেশ মহারণ, জয়ী হবে কোন দল? – এবেলা

এবেলা ডেস্কঃ
এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বে মুখোমুখি ভারত এবং বাংলাদেশ। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে এই দুই দলের মহারণ হতে চলেছে। আজ ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, শেষ হাসি হাসবে কোন দল?
পরিসংখ্যান বলছে, পাল্লা ভারতের দিকেই ভারি। টি২০-তে ভারত ও বাংলাদেশের ১৭টি সাক্ষাতের মধ্যে ১৬টিতেই জিতেছে ভারত। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত ফেভারিট হিসাবেই মাঠে নামবে। তবে, শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশও আজ শেষ অবধি লড়ে নিজেদের ভাগ্য বদলাতে পারে। পিচ রিপোর্টেও দেখা যাচ্ছে, পেসাররা প্রথম দিকে এবং পরে স্পিনাররা সুবিধা পাবেন। গুগল-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ভারতের জয়ের সম্ভাবনা ৯২% এবং বাংলাদেশের ৮%। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তাই শেষ বল পর্যন্ত অপেক্ষা করা জরুরি।