কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ফুঁসছে লাদাখ! জ্বলছে বিজেপি কার্যালয়, কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে বুধবার উত্তপ্ত হয়ে উঠল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। লেহ শহরে বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই প্রতিবাদ চলাকালীন বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

দীর্ঘদিন ধরেই লাদাখে এই আন্দোলন চলছে, তবে বুধবার তা চরম আকার ধারণ করে। সকাল থেকেই শত শত বিক্ষোভকারী লেহ-এর রাস্তায় নেমে এসে বনধ পালন করেন এবং অনশন ধর্মঘটে বসেন। এই সময়েই ক্ষুব্ধ জনতা বিজেপি অফিসে হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল এবং লাঠিচার্জ করে।

সাম্প্রতিক সময়ে লাদাখে এমন হিংসাত্মক ঘটনা এই প্রথম ঘটল। পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে গত দুই সপ্তাহ ধরে এই আন্দোলন চলছে। তিনি লাদাখকে রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার দাবিতে অনশন করছেন। তাঁর এই আন্দোলনের প্রতি সমর্থন জানাতেই বুধবার লেহ অ্যাপেক্স বডি এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের আলোচনার ঠিক আগেই এই হিংসা ছড়িয়ে পড়ল। স্বরাষ্ট্র মন্ত্রক ৬ অক্টোবর লাদাখের জনগণের দাবি নিয়ে নতুন করে আলোচনা শুরু করার জন্য একটি বৈঠকের আহ্বান জানিয়েছে।

২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিভক্ত করার পর লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। শুরুতে লাদাখের অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, পরবর্তীতে লেফটেন্যান্ট গভর্নরের সরাসরি শাসনের অধীনে রাজনৈতিক শূন্যতা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এরই ফলস্বরূপ লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মতো বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করে।

কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতা সাজাদ কার্গিল এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করে এক্স-এ লিখেছেন, “কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির পরীক্ষা শান্তিপূর্ণ লাদাখকে অশান্ত করে তুলেছে।” তিনি সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং কেন্দ্রকে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *