কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে? আরিয়ানের নতুন সিরিজ নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী! – এবেলা

এবেলা ডেস্কঃ
শাহরুখপুত্র আরিয়ান খান, ক্যামেরার সামনে নয়, বেছে নিয়েছেন পেছনের আসন। পরিচালক হিসেবে তাঁর প্রথম প্রজেক্ট ‘দ্য ব্যাডস অফ বলিউড’ মুক্তি পেতেই সমালোচক ও দর্শকদের মধ্যে তুমুল আলোড়ন তুলেছে। ২৮ বছরের এই তরুণ নির্মাতার কাজ দেখে অনেকেই প্রশংসা করছেন। তবে এর মধ্যেই নেটপাড়ার একাংশ প্রশ্ন তুলেছেন— “এত বড় প্রজেক্ট কি আরিয়ান একা পরিচালনা করেছেন?”
নেটিজেনদের এই ‘গোস্ট ডিরেক্টর’ তত্ত্ব সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন সিরিজের অন্যতম প্রধান অভিনেত্রী অন্যা সিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মানুষ সবসময় কাউকে টেনে নামানোর সুযোগ খোঁজে। আরিয়ানের বিরুদ্ধে যা বলা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত একটানা ও কঠোর পরিশ্রম করেছে। তাঁর প্রাপ্য কৃতিত্ব থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।”
অন্যা আরও বলেন যে, আরিয়ান চাইলে অভিজ্ঞ টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করতে পারতেন, কিন্তু তিনি বরং তরুণ লেখক ও সিনেমাটোগ্রাফারদের নিয়ে নিজের ভিশনকেই সামনে এনেছেন। “এত সাহসী পদক্ষেপ খুব কম পরিচালকই নেয়। আমি আরিয়ানকে এজন্যই ভীষণ শ্রদ্ধা করি,” যোগ করেন অন্যা।
তবে সবচেয়ে বড় চমকটা ছিল সিরিজের ক্লাইম্যাক্স নিয়ে। অন্যা জানান, ছবির বেশিরভাগ কাস্টও শুটিংয়ের দিন পর্যন্ত ক্লাইম্যাক্স সম্পর্কে কিছুই জানতেন না। তিনি বলেন, “আমরা চিত্রনাট্যে ক্লাইম্যাক্স পড়িনি। শুটিংয়ের দিন সকালে আমাদের শুধু শোনানো হয়েছিল। মাসের পর মাস আমরা কিছুই জানতাম না। একমাত্র ববি স্যার, মোনা ম্যাম ও মনোজ স্যার ছাড়া আর কেউ পুরো গল্প জানতেন না।”
‘দ্য ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজটিতে ববি দেওল, মোনা সিং, মনোজ পাহওয়ার মতো অভিজ্ঞ অভিনেতারা রয়েছেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দেখা গেছে শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহর, রণবীর কাপুর ও রণবীর সিং-এর মতো মহাতারকাদের। নেটফ্লিক্সে স্ট্রিমিং হওয়া এই শো বর্তমানে বলিউডের সবচেয়ে আলোচিত কনটেন্ট। আরিয়ানের প্রথম পরিচালিত এই প্রজেক্ট নিঃসন্দেহে একটি দারুণ শুরু।