পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার সৌগত রায়! টেট বিক্ষোভের মাঝে চরম অস্বস্তিতে দুই হেভিওয়েট নেতা, তারপর কী হল? – এবেলা

এবেলা ডেস্কঃ
পুজোর আগেই চাকরির দাবিতে উত্তাল রাজ্য। আর সেই বিক্ষোভের আঁচ এবার সরাসরি এসে পড়ল রাজনৈতিক নেতাদের উপর। বারাসাতের যশোর রোডে টেট উত্তীর্ণদের বিক্ষোভে আটকে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং জলহাটির বিধায়ক নির্মল ঘোষ। প্রায় আধঘণ্টা ধরে তাঁদের গাড়ি অবরুদ্ধ হয়ে ছিল। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁদের সেখান থেকে বের করে নিয়ে যায়।
বুধবার বারাসাতের রবীন্দ্রভবনে একটি শিক্ষক সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সৌগত রায় এবং নির্মল ঘোষ। অন্যদিকে, একই সময়ে ২০২২ সালের টেট উত্তীর্ণরা তাদের নিয়োগের দাবিতে বারাসাত স্টেশন থেকে মিছিল করে যশোর রোড পর্যন্ত যান। সেখানে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আর সেই যানজটে আটকে পড়ে দুই হেভিওয়েট নেতার গাড়ি।
বিক্ষোভকারীরা তাঁদের ঘিরে ধরে দ্রুত নিয়োগের দাবিতে স্লোগান দিতে থাকেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি এবং ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে। কোনওমতে পুলিশ দুই নেতাকে বিক্ষোভের ভিড় থেকে বের করে নিয়ে যায়। যদিও এ বিষয়ে সৌগত রায় বা নির্মল ঘোষ কেউই কোনও মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, ২০২২ সালের টেট উত্তীর্ণদের দাবি, প্যানেলে নাম থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে তাদের নিয়োগ করা হয়নি। শিক্ষামন্ত্রী দ্রুত নিয়োগের প্রতিশ্রুতি দিলেও এখনও কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। এরই মধ্যে ২০২৩ সালের টেটের ফলপ্রকাশ হওয়ায় তারা আরও চাপের মুখে পড়েছেন। তাই পুজোর আগেই নিয়োগের বিজ্ঞপ্তি জারির দাবিতে তারা আন্দোলন শুরু করেছেন।