কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আসছে দুর্যোগ, আর ৭ দিন সতর্ক থাকতে হবে কেন – এবেলা

এবেলা ডেস্কঃ
আবহাওয়া অফিসের পূর্বাভাসে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ। আগামী সাত দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
একদিকে যেমন শহর কলকাতায় প্রতিদিন বৃষ্টি হবে, তেমনই ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো জঙ্গলমহল এলাকায় বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও টানা বৃষ্টি চলবে। এই পরিস্থিতিতে খোলা মাঠ এবং বিদ্যুতের খুঁটি এড়িয়ে চলতে বলা হয়েছে। সব মিলিয়ে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ দক্ষিণবঙ্গের জন্য এক প্রতিকূল আবহাওয়া নিয়ে আসছে, যার মোকাবিলায় প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে।