নদীতে ফিরল ‘কয়েদি’, এক মাস ধরে গ্রাম্য পুকুরে আটকে থাকার পর উদ্ধার হলো কুমির ছানা! – এবেলা

এবেলা ডেস্কঃ

এক মাস ধরে পুকুরের কাদাজলে আটকে ছিল একটি ঘড়িয়াল। অবশেষে বন বিভাগের তৎপরতায় উদ্ধার পেল সেই কুমির ছানা। উত্তর প্রদেশের গাজিপুরের রামপুর ওরফে সাধোপুর গ্রামের ঘটনা এটি। মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ঘড়িয়ালটিকে উদ্ধার করে বন বিভাগ। এরপর সেটিকে গঙ্গা নদীর নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, বন্যার সময়ে গঙ্গার জল বেড়ে যাওয়ায় প্রায় চার মাস বয়সী ঘড়িয়ালটি গ্রামের একটি পুকুরে ঢুকে পড়ে। সে সময় মাছ ধরতে গিয়ে জেলেদের জালে আটকে যায় সেটি। তখন থেকেই সেটি ওই গ্রামের পুকুরে ছিল।

এর আগে একবার সেটিকে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। গ্রামবাসীরাই তখন ঘড়িয়ালটির ওপর নজর রাখছিলেন। মঙ্গলবার দুপুরে কুমির ছানাটিকে পুকুরের ধারে ভাসতে দেখে তাঁরা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে জাল দিয়ে সেটিকে ধরেন। পরে সেটিকে জামানিয়ার বলুয়া ঘাটে গঙ্গা নদীতে ছেড়ে দেওয়া হয়।

বন বিভাগের আধিকারিক জেপিএস বর্মা জানিয়েছেন, ঘড়িয়ালটিকে সুরক্ষিতভাবে নদীতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘড়িয়াল সাধারণত গঙ্গা, চম্বল এবং ব্রহ্মপুত্র নদীতে পাওয়া যায় এবং ১৯৭২ সালের বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী এটি একটি সংরক্ষিত প্রাণী। এর দৈর্ঘ্য প্রায় ৬ থেকে ৭ ফুট পর্যন্ত হতে পারে। এই প্রজাতির ঘড়িয়াল ঘণ্টায় ১০ কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে। বন বিভাগ ও গ্রামবাসীদের এই উদ্যোগে এলাকার সবাই স্বস্তির নিশ্বাস ফেলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *