পাকিস্তানের পর এবার কি বাংলাদেশের বিরুদ্ধেও পরীক্ষা দিতে হবে ভারতকে? যে দু’টি কারণে চিন্তায় রয়েছে টিম ইন্ডিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেলেও দু’টি সমস্যা এখনও ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এক, জসপ্রীত বুমরাহর অফ ফর্ম। পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৪৫ রান দিয়ে তিনি কোনো উইকেট পাননি। যদিও কুলদীপ যাদব এবং শিবম দুবেরা সেই ঘাটতি পুষিয়ে দিয়েছেন, তবু বুমরাহ ফর্মে না থাকলে যেকোনো মুহূর্তে ম্যাচের রঙ বদলে যেতে পারে। তাই বাড়তি পরীক্ষানিরীক্ষার পথে না হেঁটে টিম একই রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
দ্বিতীয় সমস্যাটি হলো ফিল্ডিংয়ে দুর্বলতা। পাকিস্তানের বিরুদ্ধে চার-চারটি সহজ ক্যাচ মিস হয়েছে, যা ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারতো। অভিষেক শর্মা থেকে শুরু করে শুভমান গিল পর্যন্ত একাধিক সহজ সুযোগ হাতছাড়া করেছেন। বাংলাদেশের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি হলে ম্যাচ কঠিন হয়ে দাঁড়াতে পারে। তাই ফাইনালের আগে এই ‘বাটার ফিঙ্গার’ সমস্যা দ্রুত সারিয়ে ফেলতে হবে ভারতকে। ভারতীয় শিবির থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রথম একাদশে কোনো বদল আসার সম্ভাবনা নেই।