পলাতক সেই স্বঘোষিত ধর্মগুরু! ১৭ ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে তোলপাড় দিল্লি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজধানী দিল্লির এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। বসন্ত কুঞ্জের শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ১৭ জন ছাত্রী। ইডব্লিউএস স্কলারশিপের আওতায় পিজিডিএম কোর্সে অধ্যয়নরত এই ছাত্রীরা তার বিরুদ্ধে অশ্লীল আচরণ, হোয়াটসঅ্যাপে আপত্তিজনক বার্তা ও অবাঞ্ছিত শারীরিক স্পর্শের অভিযোগ তুলেছেন। অভিযোগ সামনে আসার পর থেকেই অভিযুক্ত ধর্মগুরু পলাতক।

দিল্লি পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। ৩২ জন ছাত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে, যাদের মধ্যে ১৭ জন নির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীরা আরও জানিয়েছেন, ওই ধর্মগুরু তাদের ব্ল্যাকমেইল ও হুমকি দিতেন। তার সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে আশ্রমের তিন মহিলা কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও প্রতারণা ও শ্লীলতাহানির অভিযোগ ছিল। বর্তমানে তার খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। আশ্রমের পরিচালন পর্ষদ অভিযুক্তকে তার পদ থেকে দ্রুত সরিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *