নাবালক ছেলেকে ঝুলিয়ে গাড়ি চালাচ্ছিল বাবা! কী হচ্ছিল গভীর রাতে? – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানাতে গিয়ে এক বাবা তার ৯ বছরের ছেলের জীবন বিপন্ন করে তুললেন। গভীর রাতে চলন্ত গাড়ির জানালা দিয়ে ছেলেটিকে বাইরে ঝুলিয়ে রেখে স্টান্ট ভিডিও শ্যুট করা হচ্ছিল।

মঙ্গলবার রাতে প্রায় ১২টা নাগাদ এক পুলিশকর্মীর নজরে আসে এই ঘটনা। চলন্ত গাড়ি থেকে একটি শিশুকে বিপজ্জনকভাবে বাইরে ঝুলতে দেখে তিনি তৎক্ষণাৎ কন্ট্রোল রুমে খবর দেন। কিছুক্ষণ ধাওয়া করার পর গাড়িটিকে আটক করা হয়। গাড়ির চালক, দীপক পমমানি, পুলিশকে জানায় যে সে ‘মজা করে’ স্টান্ট করছিল। পুলিশ তাকে এই বিপজ্জনক কাজের জন্য সতর্ক করে।

এই ধরনের অবহেলা শুধু শিশুর জীবন নয়, বরং রাস্তায় অন্যান্য মানুষের জন্যও বিপদ ডেকে আনতে পারে। বিষয়টি গুরুতর হওয়ায় বাবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *