ফ্ল্যাট চুলের সমস্যায় ভুগছেন? উৎসবে ঝলমলে চুলের রহস্য লুকিয়ে শুধু এক চিলতে অ্যালোভেরাতে – এবেলা
September 25, 2025

এবেলা ডেস্কঃ
উৎসবের মরশুমে নিজেকে নতুন ভাবে সাজাতে কে না চায়? পুজোর দিনগুলিতে সাজগোজের পাশাপাশি ত্বক এবং চুলের যত্ন নেওয়াটাও কিন্তু জরুরি। আর এই কাজে আপনার সেরা সঙ্গী হতে পারে হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল। এটি শুধু ত্বককে মসৃণ ও সতেজ রাখে না, বরং চুলের গোড়াকে মজবুত করে এবং খুশকি ও চুল পড়া কমাতেও সাহায্য করে। এর পুষ্টিগুণ চুলের শুষ্কতা দূর করে ঝলমলে ও স্বাস্থ্যকর চেহারা এনে দেয়।
এছাড়াও রূপচর্চায় অ্যালোভেরার জুড়ি নেই। এর প্রশান্তিদায়ক এবং প্রদাহ-বিরোধী গুণাবলী রোদে পোড়া দাগ বা ত্বকের অন্যান্য সমস্যা কমাতে দারুণ কার্যকর। অ্যালোভেরা জেল ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, ব্রণ কমায় এবং ত্বকের বার্ধক্যও প্রতিরোধ করতে সাহায্য করে। তাই উৎসবের দিনগুলিতে ত্বক ও চুলের যত্নে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন এই প্রাকৃতিক উপাদানের উপর।