পুজোর আগে শহরে ‘মৃত্যুমিছিল’, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ জনের মৃত্যু! কাদের গাফিলতিতে প্রাণ গেল? – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের মরসুমের আগে শোকের ছায়া কলকাতায়। লাগাতার বৃষ্টির পর শহরের বিভিন্ন জায়গায় জল জমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদারের অভিযোগ, “মুখ্যমন্ত্রী ধীরে ধীরে কচুপাতা হয়ে যাচ্ছেন। উনি কোনও দায়িত্বই নেবেন না, শুধু মাখনটা খাবেন, ক্ষীরটা খাবেন! গরিব মানুষ পথে বসবেন, তাঁর পরিবারের লোকেরা কোটিপতি হবেন।”
তিনি আরও বলেন, “সিইএসসি-র ঘাড়ে সব দায় চাপাচ্ছেন। ওঁর যেন কোনও দায় নেই। বেশি বৃষ্টি হলে জল জমবে এটা স্বাভাবিক, কিন্তু অন্য শহরে এমন দুর্ঘটনা ঘটে না। সিইএসসি তো মুখ্যমন্ত্রীর ‘কোলের লোক’। তৃণমূলকে সবচেয়ে বেশি টাকা দেয় গোয়েঙ্কা গ্রুপ।”
পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সুকান্ত বলেন, “পুরসভার তরফে বর্ষার আগে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। জমা জলে ডুবে নয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছেন! এর দায় কার?”
রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কড়া জবাব ভারতের
অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠকে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত। সম্প্রতি আফগানিস্তান সীমান্তে নিজেদের ভূখণ্ডে পাকিস্তান যে বিমান হামলা চালিয়েছিল, তাতে সাধারণ নাগরিকদের মৃত্যু হয়। সেই প্রসঙ্গ টেনে ভারত অভিযোগ করে, “ইসলামাবাদ নিজেদের মানুষকেই বোমা মেরে খুন করছে, অথচ সেই এক মঞ্চ ব্যবহার করে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলছে। একদিকে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, আর অন্যদিকে নিজেদের মানুষকেই বোমা মেরে খুন করছে।”