অফিসে ঢুকেই বেল্ট খুলে চলল মার কেন ‘গুরুজি’র হাতে আক্রান্ত হলেন ঊর্ধ্বতন কর্মকর্তা? – এবেলা

এবেলা ডেস্কঃ
সীতারপুর, ২৪ সেপ্টেম্বর— উত্তরপ্রদেশের সীতাপুরের বেসিক শিক্ষা আধিকারিক (BSA) অখিলেশ প্রতাপ সিং-কে প্রকাশ্যে তাঁর কার্যালয়েই বেল্ট দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুধু মারধর নয়, তাঁর মোবাইল ফোনও ভেঙে দেওয়া হয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান উপস্থিত কর্মীরা। ওই শিক্ষককে আটকের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটে। বিএসএ অখিলেশ প্রতাপ সিং তাঁর অফিসে কাজ করছিলেন। ঠিক তখনই মহমুদাবাদ এলাকার নড়ওয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র কুমার ভার্মা তাঁর কক্ষে প্রবেশ করেন। কোনো কথা বলার আগেই তিনি বিএসএ-র ওপর বেল্ট দিয়ে চড়াও হন। বিএসএ আত্মরক্ষার চেষ্টা করলে তাঁর হাতে আঘাত লাগে। অভিযুক্ত শিক্ষক তাঁর মোবাইল ফোনটিও কেড়ে নিয়ে ভেঙে দেন এবং টেবিলে রাখা গুরুত্বপূর্ণ ফাইল ছিঁড়ে ফেলেন।
ওই সময় বিএসএ-কে বাঁচাতে এগিয়ে এলে তাঁর এক কর্মচারী প্রেমশঙ্কর মৌর্যের ওপরও হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে আটক করে। পুরো ঘটনাটি অফিসের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে।
বিএসএ অখিলেশ প্রতাপ সিং জানিয়েছেন, এর আগেও একাধিকবার তিনি ওই শিক্ষকের কাছ থেকে হুমকি পেয়েছেন। এই ঘটনার পেছনে পুরনো একটি বিষয় জড়িত থাকতে পারে বলে মনে করছেন তিনি। এ বিষয়ে তিনি নগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছে।