বুদবুদে ট্রাকচালকের হাতে জুতোপেটা সিভিক ভলান্টিয়ার ভাইরাল ভিডিওর সত্যতা কী – এবেলা

এবেলা ডেস্কঃ
বর্ধমানের বুদবুদে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয়েছে। সার্ভিস রোডে দাঁড়ানো পণ্যবাহী ট্রাকের চালক এক সিভিক ভলান্টিয়ারকে জুতোপেটা করছেন, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ, সিভিক ভলান্টিয়ারটি ট্রাকচালকদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছিলেন এবং টাকা না পেয়ে এক চালকের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এর প্রতিবাদে চালকেরা ক্ষোভে ফেটে পড়েন এবং এক বয়স্ক ট্রাকচালক ওই সিভিক ভলান্টিয়ারকে জুতোপেটা করেন। যদিও পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণের সময় ভুলবশত লাঠির আঘাত লেগে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, কলকাতা ও দক্ষিণবঙ্গের জলমগ্ন পরিস্থিতির কারণে ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। ওই সময় ভিন রাজ্যের কিছু ট্রাকচালক বিক্ষোভ শুরু করলে এই ঘটনা ঘটে। দুর্গাপুর ট্র্যাফিক বিভাগের এসিপি রাজকুমার মালাকার জানান, ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে। তবে এই ভিডিওটি সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা এবং রাজ্যের ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।