বিস্ফোরক ঘটনা, নেশার টাকা জোগাড় করতে বাড়িওয়ালার বাড়িতেই চুরি – এবেলা

এবেলা ডেস্কঃ
নেশার টাকা জোগাড় করতে এবার অভিনব চুরির ঘটনা ঘটল শিলিগুড়িতে। স্ত্রী-কে কাজে লাগিয়েই বাড়িওয়ালার ঘর থেকে গয়না ও নগদ টাকা চুরি করল এক যুবক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মহিলা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের শ্রীমা সরণির বাসিন্দা অচিন্ত্য বসুর বাড়িতে মাসখানেক আগে উত্তম সূত্রধর নামের এক যুবক তাঁর স্ত্রীকে নিয়ে ভাড়া আসেন। অভিযোগ, এরপর থেকেই নিত্যদিন স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। গত শুক্রবার ঝগড়া চরমে পৌঁছালে উত্তম তাঁর স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তখন সেই মহিলা আশ্রয় নেন বাড়িওয়ালার ঘরে। কিন্তু পরে জানা যায়, এটি তাদের পূর্বপরিকল্পিত চুরির নাটক ছিল।
স্থানীয় সূত্র মারফত জানা যায়, গত শনিবার অচিন্ত্যবাবু ও তাঁর পরিবারের সদস্যরা বাইরে গেলে এই সুযোগের সদ্ব্যবহার করে উত্তমের স্ত্রী। অভিযোগ, সে গৃহকর্তার ঘর থেকে একটি সোনার আংটি, চেইন ও নগদ টাকা চুরি করে তার স্বামীর হাতে তুলে দেয়। পরে গৃহকর্তা বাড়ি ফিরে সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি দেখতে পান। মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, তার স্বামী ভয় দেখিয়ে সব নিয়ে গেছে। এরপর অচিন্ত্যবাবু ওই মহিলাকে আটকে রেখে তাঁর ছেলেকে নিয়ে উত্তমকে খুঁজতে বের হন। এই সুযোগে মহিলা ব্যালকনি দিয়ে নেমে পালিয়ে যায়।
সোমবার রাতে শিলিগুড়ি থেকে পালানোর চেষ্টা করার সময় পরেশনগরের বাসিন্দারা উত্তমকে ধরে ফেলেন এবং অচিন্ত্যবাবুকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে উত্তমকে গ্রেফতার করে। উত্তমের কাছ থেকে চুরি করা সোনার আংটি ও চেইন উদ্ধার হয়েছে, তবে নগদ টাকা পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, উত্তম একজন মাদকাসক্ত এবং নেশার টাকা জোগাড় করতে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটিয়েছে। এইবারেও সে স্ত্রীকে সঙ্গে নিয়ে এই চুরির নাটক সাজিয়েছিল বলে দাবি প্রতিবেশীদের।