বিস্ফোরক ব্যাটিং! ভারতের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে নজর কাড়লেন অস্ট্রেলীয় ব্যাটার – এবেলা

এবেলা ডেস্কঃ
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দ্বিতীয় যুব ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। এই জয়ের সঙ্গে সিরিজও জিতে নিয়েছে ভারতীয় দল। তবে ম্যাচের মূল আকর্ষণ ছিল অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জেডেন ড্রেপার। অভিষেক ম্যাচেই মাত্র ৬৫ বলে ঝড়ো সেঞ্চুরি করে শিরোনামে এসেছেন তিনি।
ব্যাট হাতে কামাল দেখালেন জেডেন ড্রেপার
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ভারতীয় দল। ভারতের হয়ে ৭২ বলে ৭০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ভাইবব সূর্যবংশী। এছাড়া বিহান মালহোত্রা ও উইকেটরক্ষক অভিজ্ঞান কুন্ডু দুজনেই ৭০ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৩০০ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। একসময় দলের রান যখন ১২৫, তখন তাদের ৬টি উইকেট পড়ে যায়। তবে এরপরই ষষ্ঠ নম্বরে ব্যাট করতে এসে চমক দেখান জেডেন ড্রেপার। মাত্র ৭২ বলে ১০৭ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৮টি চার। অভিষেক ম্যাচেই এমন বিস্ফোরক ইনিংস খেলে ক্রিকেট বিশ্বে নিজের আগমন বার্তা জানিয়ে দিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত ২৪৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস, আর ভারত ৫১ রানে ম্যাচ জিতে নেয়।
ম্যাচে ১৫টি ছক্কা
এই ম্যাচে মোট ১৫টি ছক্কা দেখা গেছে। এর মধ্যে সর্বোচ্চ ১০টি ছক্কা এসেছে ভারতীয় ব্যাটার ভাইবব সূর্যবংশীর ব্যাট থেকে। অভিজ্ঞান কুন্ডু মেরেছেন ২টি ছক্কা। অস্ট্রেলিয়ার হয়ে কেবল জেডেন ড্রেপারই ৫টি ছক্কা মেরেছেন। বোলিংয়েও ভারত ছিল বেশ সাবলীল। অধিনায়ক আয়ুষ মাত্র ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ২টি উইকেট পান কনিষ্ক চৌহান। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় এখন অপেক্ষা শেষ ম্যাচের। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ।