চমক! ট্রাম্পের বিরুদ্ধে ভারত কীভাবে নিচ্ছে প্রতিশোধ, মার্কিন সংস্থা নিজেই ফাঁস করল আসল সত্য – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-বিরোধী মন্তব্য নতুন নয়। বারবার তিনি ভারতকে ‘ট্যারিফ কিং’ বলে কটাক্ষ করেছেন, এমনকি এইচ১বি ভিসার ফি বৃদ্ধি করে ভারতীয়দের সমস্যায় ফেলার চেষ্টা করেছেন। সম্প্রতি তিনি ইউক্রেন যুদ্ধের জন্যেও ভারতকে দায়ী করেছেন, কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনে ডলারের মাধ্যমে তাদের ‘যুদ্ধ যন্ত্রকে’ সাহায্য করছে। ট্রাম্পের একের পর এক অভিযোগ সত্ত্বেও ভারত কিন্তু নিজের অবস্থানে অনড়। তবে এবার ট্রাম্পের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে একটি মার্কিন রিপোর্ট। এই রিপোর্ট যেন ট্রাম্পের সব অভিযোগের মুখে ছাই দিয়ে দিল।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের এক সাম্প্রতিক সমীক্ষায় যে তথ্য সামনে এসেছে, তা ট্রাম্পের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই রিপোর্ট বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীনের মতো দেশগুলোর কো ম্পা নিগুলো ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণের স্বপ্ন দেখছে। এমনকি তারা ভারতে তাদের বাণিজ্যিক ও উৎপাদন কার্যক্রম বাড়ানোর জন্য মুখিয়ে আছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের এই সমীক্ষা থেকে জানা গেছে, যারা এতে অংশ নিয়েছিলেন, তাদের প্রায় অর্ধেক কো ম্পা নিই ভারতের সঙ্গে তাদের ব্যবসা বাড়াতে বা বজায় রাখতে আগ্রহী। প্রতি দুইটির মধ্যে একটি সংস্থা ভারতে তাদের উৎপাদন কার্যক্রম বাড়াতে বা টিকিয়ে রাখতে চায়। বিশেষত, আমেরিকা, ব্রিটেন, চীন এবং হংকংয়ের ৬০ শতাংশেরও বেশি কো ম্পা নি ভারতের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করতে চাইছে।

এই সমীক্ষাটি ১৭টি প্রধান বাজার এবং চারটি শিল্পের মোট ১,২০০ শীর্ষ কর্মকর্তার মতামতের ওপর ভিত্তি করে তৈরি। আগামী তিন থেকে পাঁচ বছরে বৈশ্বিক বাণিজ্য কৌশল কী হতে পারে, তা নিয়ে তাদের মতামত নেওয়া হয়েছিল। রিপোর্টে বলা হয়েছে, বাণিজ্য শুল্ক, নতুন প্রযুক্তি এবং বিশ্ব অর্থনীতির বৃদ্ধিই আগামীতে বিশ্ব বাণিজ্যের ভাগ্য নির্ধারণ করবে। প্রায় ৫৩ শতাংশ কো ম্পা নি এই বিষয়গুলোকে তাদের কৌশলগত পরিকল্পনার শীর্ষে রেখেছে। বড় বড় কর্পোরেট সংস্থাগুলোর বিশ্বাস, আগামী তিন থেকে পাঁচ বছরে এশিয়ার বাণিজ্যই বিশ্বজুড়ে নেতৃত্ব দেবে। যদিও মধ্যপ্রাচ্য ও আমেরিকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *