ইডি হেফাজতেই কাটবে পুজো? শিক্ষক দুর্নীতিতে মন্ত্রীর ভাগ্য নির্ধারণ আজই – এবেলা

এবেলা ডেস্কঃ
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের কারা ও ক্ষুদ্র, ছোট উদ্যোগ দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার ব্যাঙ্কশালের বিশেষ আদালত এই বিষয়ে রায় ঘোষণা করবে। মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধারের কথা জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর জামিনের বিরোধিতা করে। ইডি আদালতে জানিয়েছে, টাকার উৎস নিয়ে চন্দ্রনাথের দেওয়া বক্তব্য বিশ্বাসযোগ্য নয় এবং তিনি তদন্তে অসহযোগিতা করেছেন।
চন্দ্রনাথের আইনজীবীরা ইডির হেফাজতে নেওয়ার আবেদনের বিরোধিতা করে জানিয়েছেন, মন্ত্রী তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তবে ইডির দাবি, কৃষিজমি থেকে আয়ের যে কথা মন্ত্রী বলেছেন, তার সঙ্গে উদ্ধার হওয়া টাকার সামঞ্জস্য নেই। সব তথ্যপ্রমাণ যাচাই করতে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের জন্য ইডি মন্ত্রীকে সাত দিনের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে। সকলের নজর এখন মঙ্গলবারের রায়ের দিকে, যা ঠিক করে দেবে দ্বিতীয়া থেকে মন্ত্রীর ঠিকানা হবে কোথায়।