ইউএন-এর মঞ্চে ট্রাম্পের বিস্ফোরক অভিযোগ, ‘এদের কাজ আমাকে করতে হচ্ছে’ – এবেলা

এবেলা ডেস্কঃ

ডোনাল্ড ট্রাম্প, এক সময়ের মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বিতর্কিত মন্তব্য আর কৌতূহলী কার্যকলাপের জন্য বরাবরই সংবাদ শিরোনামে থেকেছেন। কিন্তু এবার তিনি সরাসরি রাষ্ট্রসংঘের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। আর এই ঘটনা ঘটেছে রাষ্ট্রসংঘের মঞ্চেই!

সাম্প্রতিক এক ভাষণে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, রাষ্ট্রসংঘের দুর্বলতার কারণেই বিশ্বজুড়ে শান্তি ফেরানোর কাজ তাঁকে নিজের কাঁধে তুলে নিতে হয়েছে।

ট্রাম্পের অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিল রাষ্ট্রসংঘের একটি খারাপ টেলিপ্রম্পটার। ৮৬তম সাধারণ অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে তিনি দেখতে পান, টেলিপ্রম্পটারটি ঠিকমতো কাজ করছে না। এতেই তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘এরা একটা কাজও ঠিকমতো করতে পারে না। তাদের কর্মপদ্ধতিও এই টেলিপ্রম্পটারের মতোই খারাপ।’

তিনি আরও দাবি করেন, গত ৭ মাসে তিনি ৭টি যুদ্ধ বন্ধ করেছেন এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন, যা আসলে রাষ্ট্রসংঘের কাজ।

শুধু টেলিপ্রম্পটার নয়, ট্রাম্প রাষ্ট্রসংঘের সদর দপ্তরের একটি খারাপ চলমান সিঁড়ি (এসকালেটর) নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি যখন বক্তৃতা দিতে আসছিলাম, তখন এসকালেটরও কাজ করছিল না। মেলানিয়া ফিট থাকায় বেঁচে গেছেন। আমার তো ভয় করছিল, যদি আমি পড়ে যাই।’

এই সময় তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে হাসতে দেখা যায়।

নোবেল পুরস্কার প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষা করি না, কিন্তু মানুষ চায় আমি যেন এটা পাই। যখন যুদ্ধ শেষে মানুষ নিজের পরিবারের কাছে ফিরে যায়, সেই আনন্দ যেকোনো নোবেল পুরস্কারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *