কলকাতার পুজো মণ্ডপে গোপন ক্যামেরায় নজর, কী ঘটতে চলেছে এইবার – এবেলা

এবেলা ডেস্কঃ

আর কদিন পরেই দুর্গাপুজো। কলকাতা ও জেলার নানা প্রান্তে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এরই মধ্যে রাজ্য জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করছে পুলিশ। মহালয়া থেকেই এই বিশেষ নিরাপত্তা পরিকল্পনা কার্যকর হবে। রাজ্যের আইন-শৃঙ্খলা বিষয়ক এডিজি জাভেদ শামীম জানান, দুর্গাপুজোর সময় জনবহুল এলাকাগুলিতে বিশেষ নজর দেওয়া হবে। ভিড় সামলানো ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় দশ থেকে ১৫ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হবে। পাশাপাশি হোম গার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবকদেরও কাজে লাগানো হবে।

শুধু তাই নয়, শহরের প্রতিটি ভিড় মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি। পুলিশ প্রশাসন জানিয়েছে, জনসমাগম বেশি হয় এমন স্থানগুলোতে ড্রোনের মাধ্যমেও নজর রাখা হবে। রানাঘাটের কল্যাণী আইটিআই মোড়ে এবারের বিশেষ পুজো ঘিরে পুলিশের অতিরিক্ত নজর থাকবে। কারণ এই পুজোয় বহু মানুষের সমাগম হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মহালয়া থেকে শুরু করে লক্ষ্মীপুজো পর্যন্ত এই নিরাপত্তা বলয় বজায় থাকবে। পুজোর পরবর্তী কার্নিভালের জন্যও পুলিশ পৃথক নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *