সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “কলকাতা জল চায়, কিন্তু জল খেতে চায় না।” এই উক্তিটি শহরের বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যায়, যেখানে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। – এবেলা

এবেলা ডেস্কঃ
বুধবারেও জলমগ্ন কলকাতার একাংশ, পুজোর আগে নতুন করে দুর্ভোগের আশঙ্কা
একদিকে যখন বাঙালির মনে পুজোর আগমনী সুর বাজছে, তখনই লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। সোমবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে শহরের বিস্তীর্ণ অঞ্চল এখনও জলমগ্ন। ঠনঠনিয়া, যাদবপুর, বেহালা, সুকিয়া স্ট্রিট থেকে বাইপাসের একাংশ—সর্বত্রই জমা জল চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাট কার্যত নদীতে পরিণত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং অফিসযাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পুজোর ঠিক আগে এই পরিস্থিতি তাদের মাথায় হাত দিয়েছে।
এই জলযন্ত্রণা থেকে সম্পূর্ণ মুক্তি না পেতেই আরও একটি নতুন নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, যা ক্রমশ শক্তি বাড়িয়ে শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে চতুর্থীর দিন থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যা পুজোর আনন্দকে ম্লান করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।