সরাসরি ‘কোমরে দড়ি’ পরানোর দাবি! কলকাতার বৃষ্টিতে মৃত্যু নিয়ে বিস্ফোরক শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ

ভয়ঙ্কর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। গত ২৪ ঘণ্টায় একটানা অতিভারী বৃষ্টিতে কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে নয়জনের মৃত্যুর খবর মিলেছে। কিন্তু এই সংখ্যাটা সঠিক নয়, ১০ জনের মৃত্যু হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই মৃত্যুর দায় সরাসরি কলকাতা পুরসভা ও রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর চাপিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে ‘কোমরে দড়ি বেঁধে’ নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি।

কী বলেছেন বিরোধী দলনেতা?

শুভেন্দু অধিকারী বলেন, “সবচেয়ে বড় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে তাড়ানো উচিত। গতকাল থেকে কোথায় ছিলেন? আজ সকালে উঠে শুধু ফটো সেশন করছেন।” তিনি আরও দাবি করেন, “৯ জনের মৃত্যু হয়েছে বলছেন, আসলে হয়েছে ১০ জনের মৃত্যু! আমি তালিকা প্রকাশ করেছি। ৯ জনকে শনাক্ত করা গিয়েছে, একজনের পরিচয় এখনও মেলেনি।” শুভেন্দু বলেন, মৃতদের পরিবারের পক্ষ থেকে তিনি এফআইআর করবেন এবং মৃতদের পরিবারকে মুখ্যমন্ত্রী ও কলকাতা পুরসভার পক্ষ থেকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।

মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

ক্ষতিপূরণের পাশাপাশি শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার একাধিক কাজ নিয়ে প্রশ্ন তোলেন। কেন বিদ্যুৎ সংযোগ থেকে শর্ট সার্কিট হয়ে মৃত্যু হচ্ছে, সেই বিষয়েও মেয়রকে দায়ী করেন তিনি। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “আকাশ ভাঙা বৃষ্টি পাহাড়ে হয়, কলকাতায় নয়। মুখ্যমন্ত্রী হিজাব পরে পুজো উদ্বোধন করছেন, মা দুর্গাকে অপমানের জন্য এই অবস্থা।” তিনি আরও বলেন, “আজ শোক পালন না করে উনি পুলিশকে দিয়ে ভার্চুয়ালি উদ্বোধন করাচ্ছেন।” শুভেন্দু অধিকারী জানান, এই ঘটনার প্রতিবাদে তিনি এবং অন্যান্য বিজেপি নেতারা তাদের সমস্ত উদ্বোধনী কর্মসূচি বাতিল করেছেন। তিনি আরও বলেন, “নালাগুলো সংস্কার হয় না, কারণ মুখ্যমন্ত্রী কালীঘাটের নালা দখল করে রেখেছেন।” এই ইস্যুতে সরকার পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *