পাকিস্তানে কারা নিজেদেরই বোমা মেরে উড়িয়ে দেয়, রাষ্ট্রপুঞ্জে ভারতের বক্তব্যে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ
রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তীব্র আক্রমণ করে ভারত জানিয়েছে, যে দেশ নিজেদের নাগরিকদের ওপরই বোমা হামলা চালায়, তাদের মানবাধিকার নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠকে ভারতের কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী বলেন, পাকিস্তান এই মঞ্চকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে, অথচ তারাই নিজ দেশের মানুষদের বোমা মেরে হত্যা করছে। তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তান সরকার সন্ত্রাসবাদ রপ্তানি করে এবং জঙ্গিদের আশ্রয় দেয়। সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন নিরীহ মানুষ নিহত হওয়ার ঘটনায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবাধিকার পরিষদের উদ্দেশ্য সার্বজনীন এবং নিরপেক্ষ হওয়া উচিত। যারা নিজেদের দেশেরই নিয়ন্ত্রণ রাখতে পারছে না, অর্থনীতি ও রাজনীতিতে ব্যর্থ এবং মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস রয়েছে, তাদের উচিত ভারত দখলকৃত ভূমি থেকে সরে আসা। এই ঘটনায় পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি) গভীর উদ্বেগ প্রকাশ করে এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।