‘দিদির নামে কটূক্তি নয়’, বিজেপি বিধায়কের সঙ্গে তুমুল বিতণ্ডায় বিস্ফোরক খানাকুল BDO – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের সরকারি আমলা কি রাজ্যের শাসক দলের ‘দলদাস’? সম্প্রতি এমন প্রশ্নেই উত্তপ্ত হয়ে উঠেছে হুগলির খানাকুল। স্থানীয় বিজেপি বিধায়কের সঙ্গে বিডিও-র তুমুল বাগ্বিতণ্ডার এক ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
ঠিক কী ঘটেছিল?
বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে খানাকুল ১ বিডিও অরিন্দম মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান। রাস্তাঘাট সংস্কার ও অন্যান্য সরকারি কাজের অগ্রগতি নিয়ে আলোচনা চলছিল। সেই বৈঠকের মধ্যেই বিধায়ক অভিযোগ তোলেন যে, বিডিও প্রশাসনের চেয়ারে বসে তৃণমূলের ‘দলদাস’ হিসেবে কাজ করছেন।
বিধায়কের এমন মন্তব্যে চরম ক্ষুব্ধ হন বিডিও। তিনি তীব্র প্রতিবাদ করে বলেন, “আপনাদের কোনো অধিকার নেই মুখ্যমন্ত্রীর নামে খারাপ মন্তব্য করার। এর জন্য যদি আমার চাকরি চলে যায়, আমি তার জন্যও প্রস্তুত।” এরপরই বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা।
বিজেপি বিধায়ক আরও অভিযোগ করেন যে, ভোটার তালিকার কাজ অস্থায়ী কর্মীদের দিয়ে করানো হচ্ছে। অন্যদিকে, বিডিও অরিন্দম মুখোপাধ্যায় পালটা অভিযোগ করে বলেন, বিধায়ক তাঁর ব্লকের কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছেন। সব মিলিয়ে এই ঘটনা বর্তমানে রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, একজন সরকারি আধিকারিক কি রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যক্তিগত মন্তব্যের প্রতিবাদ করতে পারেন? নাকি সরকারি পদে থেকেও তিনি কোনও রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখাচ্ছেন?