ট্রাম্পকে অপমান করা হলো! রাষ্ট্রসংঘে প্রেসিডেন্টকে বিপদে ফেলতে একের পর এক অদ্ভুত কাণ্ড – এবেলা
September 25, 2025

এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আসাম্মান করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। সম্প্রতি রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিতে গিয়ে একের পর এক যান্ত্রিক সমস্যার মুখে পড়েন তিনি। ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া চলমান সিঁড়িতে পা রাখতেই সেটি হঠাৎ বন্ধ হয়ে যায়, যার ফলে তাদের হেঁটেই উপরে উঠতে হয়।
এই ঘটনা এখানেই শেষ নয়। রাষ্ট্রসংঘে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার ঠিক আগে তার টেলিপ্রম্পটারটিও খারাপ হয়ে যায়। এমন অদ্ভুত ও একের পর এক ঘটনাকে হোয়াইট হাউস ষড়যন্ত্র হিসেবে দেখছে এবং এর পেছনে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্তের দাবি জানাচ্ছে। এই ঘটনা আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।