রাজ্যকে বড় ধাক্কা হাইকোর্টের, অনিকেত মাহাতোকে পছন্দের পোস্টিংয়ের নির্দেশ! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে পছন্দসই পোস্টিং দিতে হবে বলে নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। রায় দিতে গিয়ে বিচারপতি রাজ্যকে কার্যত তুলোধোনা করে বলেন, অনিকেতকে রায়গঞ্জে বদলি করা রাজ্যের একটি ‘গুরুতর ভুল’।
বিচারপতি এদিন রাজ্যের জারি করা বদলির বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছেন। অনিকেতকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে বদলির নোটিসও বাতিল করা হয়েছে। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, অনিকেতকে তাঁর পছন্দের আরজি কর মেডিক্যাল কলেজেই পোস্টিং দিতে হবে।
রায় দেওয়ার সময় বিচারপতি বলেন, “এটা খুবই স্বাভাবিক যে একজন প্রার্থীর মেধার ভিত্তিতেই তাঁর পোস্টিং হবে। উচ্চ মেধার প্রার্থীদের পছন্দের জায়গা দেওয়ার ক্ষেত্রে কলেজ ও প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা বজায় রাখতে হবে।” তিনি আরও বলেন যে এই মামলায় মেধার ভিত্তিতে নিয়োগে রাজ্য সরকার তার সদিচ্ছা প্রকাশ করেনি।
আদালতে অনিকেত মাহাতো জানিয়েছিলেন, পোস্টিংয়ের জন্য প্রত্যেকের কাছে পছন্দের তালিকা চাওয়া হয়েছিল। কিন্তু একমাত্র তাঁকে এবং আরও দু’জনকে পছন্দের জায়গা দেওয়া হয়নি, যেখানে বাকিরা তাদের পছন্দমতো পোস্টিং পেয়েছেন। অন্যদিকে, রাজ্যের আইনজীবী সওয়ালে বলেন, স্নাতকোত্তর পরীক্ষায় ২৪ তম র্যাঙ্ক করা অনিকেত কীভাবে আরজি করে পোস্টিং দাবি করতে পারেন? দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অনিকেতের পক্ষে রায় দেন।