ব্রেকিং ওয়েদার আপডেট মঙ্গলবারের পর আজ কী ঘটবে? বৃষ্টি না রোদ হাওয়া অফিসের পূর্বাভাসে চমক – এবেলা
September 25, 2025

এবেলা ডেস্কঃ
সোমবারের দুর্যোগের পর মঙ্গলবার বৃষ্টি কিছুটা কমলেও আজও কি ভিজবে দক্ষিণবঙ্গ? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মনে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সোমবারের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা আজ আর নেই। তবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের থেকে সম্পূর্ণ আলাদা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, শুধু কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।