ভারতীয় ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস, শীর্ষে বরুণ-অভিষেক-হার্দিক! – এবেলা

এবেলা ডেস্কঃ

আইসিসি’র টি-২০ র‍্যাঙ্কিংয়ে আবারও দাপট দেখাল ভারত। ব্যাটার, বোলার এবং অলরাউন্ডার – সব বিভাগেই ভারতীয় ক্রিকেটাররা নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছেন। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই সাফল্য এসেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন মারকুটে ব্যাটার অভিষেক শর্মা। তবে তিলক ভার্মা এক ধাপ নেমে এখন তৃতীয় স্থানে। অন্যদিকে, ইংল্যান্ডের তারকা ব্যাটার ফিল সল্ট উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ব্যাটারদের সেরা দশে নিজের অবস্থান ধরে রেখেছেন টি-২০ দলের নিয়মিত ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও, তিনি আছেন ষষ্ঠ স্থানে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। তার অসাধারণ বোলিং পারফরম্যান্সই তাকে এই সম্মান এনে দিয়েছে। আরেক স্পিনার রবি বিষ্ণোই এক ধাপ নেমে অষ্টম স্থানে থাকলেও, প্রথম দশে নিজের জায়গা পাকা রেখেছেন। অন্যদিকে, অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন হার্দিক পান্ডিয়া।

এই র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অর্শদীপ সিংয়ের। খেলার সুযোগ কম পাওয়ায় তিনি চার ধাপ নেমে চতুর্দশ স্থানে চলে এসেছেন। তবে অক্ষর প্যাটেল দুই ধাপ এগিয়ে এখন দ্বাদশ স্থানে। ভারতীয় ক্রিকেটের এই ধারাবাহিক সাফল্য নিঃসন্দেহে সমর্থকদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *