ইলনের ‘X’-কে বড় ধাক্কা, হাইকোর্টের রায়ে বেকায়দায় সংস্থা?

ইলন মাস্কের সংস্থা ‘X’ (সাবেক টুইটার) কর্ণাটক হাইকোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দায়ের করা তাদের একাধিক আবেদন আদালত খারিজ করে দিয়েছে। এই রায়ের ফলে ভারতে প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
ঠিক কী হয়েছিল?
কেন্দ্রীয় সরকারের নির্দেশে কিছু নির্দিষ্ট অ্যাকাউন্ট ও পোস্ট ব্লক করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল ‘X’। তাদের যুক্তি ছিল, সরকারের এই পদক্ষেপ বাকস্বাধীনতার পরিপন্থী। কিন্তু আদালত তাদের এই যুক্তিকে সমর্থন করেনি।
বিচারক বলেছেন, “ভারতের বাজার কোনো সংস্থার নিজস্ব খেলার মাঠ নয়। সবার জন্য একই আইন প্রযোজ্য।” আদালত আরও স্পষ্ট করে দিয়েছে যে, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার মতো বিষয়ে সরকারের নির্দেশ মেনে চলা প্রতিটি সংস্থার জন্য বাধ্যতামূলক।
এই রায়ের পর ‘X’ পরবর্তী কী পদক্ষেপ নেবে, তা এখনো স্পষ্ট নয়। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই রায় ভারতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করবে।