‘আমার একদিন অবশ্যই সন্তান হবে…’ সালমান খান বাবা হতে চান!

বলিউডের অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান। ৫৮ বছর বয়সেও তার বিয়ের খবর না মেলায় অনুরাগীদের মনে প্রশ্ন, কেন এখনও একা ভাইজান? সেই প্রশ্নের উত্তরই যেন উঠে এল কাজল ও টুইঙ্কল খান্নার নতুন চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল ও টুইঙ্কল’-এ। সেখানে বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে সালমান ইঙ্গিত দিলেন যে তিনি হয়তো বিয়ে নাও করতে পারেন, তবে বাবা তিনি হবেনই।
সম্পর্ক ভাঙনের নেপথ্যে কী?
সালমানের প্রাক্তন সম্পর্কগুলোর কথা সবারই জানা। চ্যাট শো-তে এই বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, কোনো সম্পর্ক না টেকার পেছনে অনেক কারণ থাকতে পারে। একটি সম্পর্ক সফল করতে হলে দুজনেরই একসঙ্গে পরিণত হওয়া জরুরি। যখন একজনের চেয়ে অন্যজন বেশি ম্যাচিউর হয়ে যায়, তখনই সমস্যা শুরু হয়। নিরাপত্তাহীনতা বাড়ে, আর দূরত্ব তৈরি হয়।
বিয়ে নয়, বাবা হওয়ার ইচ্ছে
চ্যাট শো-তে সালমান খানের সঙ্গে উপস্থিত ছিলেন আমির খানও। সেখানে আমির যখন সালমানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন, তখন সালমান বলেন, “আরে, হলো না তো হলো না। যদি কাউকে দোষ দিতে হয়, তবে আমাকেই দিন।” এরপরই তিনি নিজের বাবা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন। বলেন, “আমার একদিন নিশ্চয়ই সন্তান হবে, তবে কখন, সেটা শুধু দেখতে হবে।” এই মন্তব্যের পরই তার ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে—তবে কি তিনি বিয়ের আগেই বাবা হওয়ার কথা ভাবছেন?
আমিরের সঙ্গে সালমানের বন্ধুত্ব
ওই শো-তেই আমির খান জানান, কীভাবে তাদের দুজনের বন্ধুত্ব আরও গভীর হয়। তিনি বলেন, যখন রীনাকে ডিভোর্স দেওয়ার পর তিনি মানসিক সংকটে ছিলেন, তখনই সালমান তার পাশে ছিলেন। আমির বলেন, “আন্দাজ আপনা আপনা সিনেমার সময় আমরা ভালো বন্ধু ছিলাম না। কারণ আমি তখন খুব জাজমেন্টাল ছিলাম। কিন্তু রীনাকে ডিভোর্স দেওয়ার পর সালমান আমার বাড়িতে ডিনারে আসে। তখন থেকেই আমাদের বন্ধুত্ব গভীর হয়।”