স্ত্রীর অভিশাপে ‘প্রতিশোধ’ নিতে হাতে কোবরা! নেশার ঘোরে যা ঘটল, তা জানলে শিউরে উঠবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

হিমাচল প্রদেশের উনা জেলার ঘনৌরি গ্রামে সম্প্রতি এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্ত্রীর কটু কথায় অপমানিত হয়ে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় এমন এক কাণ্ড ঘটিয়েছেন, যা এলাকায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। জানা গিয়েছে, তীব্র পারিবারিক ঝগড়ার পর তাঁর স্ত্রী রাগ করে তাঁকে ‘মরে যাও’ বলে কটূক্তি করেন। স্ত্রীর এই অপমানজনক কথায় ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা করেন ওই ব্যক্তি। সেই অপমানের জবাব দিতেই তিনি রাস্তা থেকে একটি বিষধর কোবরা হাতে তুলে নেন।

প্রতিশোধের নেশায় প্রায় দেড় ঘণ্টা ধরে সাপটি হাতে নিয়ে তিনি গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করতে থাকেন। স্থানীয়রা তাঁকে বারবার বারণ করলেও তিনি শোনেননি, বরং হাতে কোবরা নিয়ে চিৎকার করে নিজেকে ‘মহিষ’ দাবি করেন এবং স্ত্রীকে বার্তা দিতে চান যে তিনি মৃত্যুকে ভয় পান না। দুর্ভাগ্যজনকভাবে, এই ঘোরার সময়েই সাপটি তাঁর হাতে ছোবল মারে। মদ্যপ থাকায় তিনি সেই ছোবল টের পাননি। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর তিনি যখন সাপটি ফেলে দেন, ততক্ষণে বিষ তাঁর শরীরে ছড়িয়ে পড়েছিল। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে এখন তাঁর অবস্থা স্থিতিশীল ও তিনি বিপন্মুক্ত। এই ঘটনা এখন গোটা এলাকায় আলোচনার কেন্দ্রে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *