ভেসে গেলো কোটি টাকার রোলস-রয়েস! কলকাতার জলমগ্ন রাস্তায় রাতভর থমকে বিলাসবহুল গাড়ি – এবেলা

এবেলা ডেস্কঃ
বৃষ্টির পর এখন ভোগান্তির পালা। সোমবার রাতের লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয় কলকাতা, যার ফলশ্রুতিতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জল জমার সমস্যায় নাজেহাল হন শহরবাসী। এর সবচেয়ে বড় শিকার হয়েছে বিভিন্ন যানবাহন। রাতের পর রাত রাস্তায় জমা জলে ডুবে থেকে নষ্ট হয়েছে কোটি টাকার গাড়ি থেকে শুরু করে বাইক ও স্কুটার। বহু গাড়ির ইঞ্জিনে জল ঢুকে গেছে, আবার কোনো গাড়ি জলের তোড়ে ভেসে গিয়ে ধাক্কা মেরেছে লোহার রেলিংয়ে, যার ফলে গাড়ির বনেট ও দরজা দুমড়ে গেছে।
বুধবার সকাল হতেই শহরের সার্ভিস সেন্টার ও পাড়ার গ্যারাজগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মোবাইল ফোন বেজে ওঠে অবিরাম, আর গাড়ি-বাইকের লম্বা লাইন পড়ে যায় গ্যারাজের সামনে। বেহালা ও ভবানীপুরের চিত্র ছিল ভয়াবহ। গ্যারাজ খোলার আগেই ভোর চারটা থেকে বাইকচালকরা ঠেলে বাইক নিয়ে এসেছেন। সামনেই দুর্গাপূজা, তাই বাইক ফিট রাখা তাদের কাছে অত্যন্ত জরুরি। যদুবাবু বাজার এলাকায় একটি ছোট গ্যারাজের সামনেও ১০-১২টি গাড়ির লাইন পড়ে যায়, যার মধ্যে একটি দামি ‘থর’ গাড়িও ছিল।
ভবানীপুরের এক সোনার ব্যবসায়ী জানান, তার গাড়িটি সোমবার রাত থেকে জলে ডুবে ছিল এবং এর ইঞ্জিন ‘সিজ’ হয়ে গেছে। তিনি কো ম্পা নির সার্ভিস সেন্টারে ফোন করলে তাকে জানানো হয়, অতিরিক্ত গাড়ির কারণে তারা আর বুকিং নিতে পারছে না। কালিকাপুরের একটি গাড়ি সংস্থার সার্ভিস সেন্টারে সকালে ৭০টি ব্রেক ডাউন গাড়ি আসে, যার ফলে তারাও বুকিং বন্ধ করে দেয়। সায়েন্স সিটির একটি সার্ভিস সেন্টারে ১০০টি গাড়ি টো-ভ্যানে করে আনা হয় এবং সেখানেও আর গাড়ি রাখার জায়গা ছিল না।
সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালিগঞ্জে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় কোটি টাকা দামের একটি নীল রোলস-রয়েস জমা জলে ইঞ্জিন বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বুধবার সেই বিলাসবহুল গাড়িটিও সার্ভিস সেন্টারে পাঠানো হয়। একই ঘটনা ঘটেছে ম্যান্ডেভিলা গার্ডেন্সেও। সুইনহো স্ট্রিটের এক বাঙালির ফ্ল্যাটের বেসমেন্টে রাখা ৭০ লাখ টাকার একটি অডি গাড়িও প্রায় ১০ ফুট জলের নিচে চলে যায় প্রবল বর্ষণে।