অন্ধকারে আলো! ট্রাম্পের H-1B ফি বাড়লেও কেন ভয় নেই হাজারো ভারতীয়র – এবেলা

এবেলা ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক H-1B ভিসার ফি বাবদ $১ লাখ মার্কিন ডলার বৃদ্ধির খবরে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। বিপুল সংখ্যক পেশাজীবী ও তাঁদের পরিবার, যাঁরা উৎসবের মরসুমে ভারত সফরের পরিকল্পনা করেছিলেন, তাঁরা চরম অনিশ্চয়তার মুখে পড়েন। অনেকেই দিওয়ালি এবং বছর শেষের ছুটির আগে তড়িঘড়ি নিজেদের ভ্রমণ বাতিল করতে শুরু করেন। কিন্তু আসলে কী ঘটেছে? সত্যিই কি বর্তমান কর্মীদের জন্য দুশ্চিন্তার কারণ আছে?
না, এমনটা নয়। হোয়াইট হাউস দ্রুত এই বিষয়ে স্পষ্ট করেছে যে, এই বর্ধিত ফি শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট টুইট করে নিশ্চিত করেন—২১ সেপ্টেম্বরের আগে জমা দেওয়া আবেদন, পুরোনো ভিসা নবায়ন বা বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা কর্মীদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে না। অ্যামাজন, টিসিএস এবং গুগল-এর মতো যে সংস্থাগুলি নিয়মিত প্রচুর H-1B ভিসা আবেদন করে, তাদের কর্মীরাও এই ঘোষণায় আপাতত স্বস্তির নিশ্বাস ফেলেছেন। বর্তমানে বৈধ ভিসা ধারকদের বা যাঁদের আবেদন ইতিমধ্যে জমা পড়েছে, তাঁদের আশঙ্কার কোনো কারণ নেই।