পুজোয় মণ্ডপ আটকাল রান্নাঘর, হাইকোর্টে বৃদ্ধ দম্পতির অভিযোগ! রায় শুনে চমকে উঠল পুজো কমিটি – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: হাওড়ার এক বৃদ্ধ দম্পতির অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এক পুজো কমিটিকে রীতিমতো কঠিন শর্তে বেঁধে দিল। স্থানীয় সবুজ পত্র ক্লাবের বিরুদ্ধে অভিযোগ, তারা অনুমতি ছাড়াই পুজো মণ্ডপ তৈরি করতে গিয়ে ওই দম্পতির বাড়ির রান্নাঘর সম্পূর্ণ আটকে দিয়েছে। এর ফলে গ্যাস জ্বালানোর ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন তাঁরা। একাধিকবার ক্লাবকে বলেও কোনো সুরাহা না হওয়ায় শেষমেশ আদালতের দ্বারস্থ হন তাঁরা।
বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা উঠলে আদালত পুজো কমিটিকে স্পষ্ট জানিয়ে দেয়, পুজোর চারদিন ওই দম্পতির চার বেলার খাবারের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, প্যান্ডেলের কারণে তাঁদের ঘরে বাতাস চলাচল অবরুদ্ধ হওয়ায় শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র (AC) বা কুলারের ব্যবস্থাও করে দিতে হবে। এই সমস্ত শর্ত পূরণ করলে তবেই ওই ক্লাব পুজো করার অনুমতি পাবে।
অভিযোগকারী তৃপ্তি ঘোষ জানান, তাঁর বাড়ির পাশে ১২ ফুটের রাস্তা সম্পূর্ণ দখল করে মণ্ডপ তৈরি করা হয়েছে, যার ফলে তাঁদের যাতায়াতের পথও অবরুদ্ধ। এমনকি, ঘরের সমস্ত জানালা এবং রান্নাঘরের প্রবেশপথও পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে। এর জবাবে ক্লাব কর্তৃপক্ষ দাবি করে, তারা সবরকম অনুমতি নিয়েই পুজো করছে এবং গত ১৩ বছর ধরে এই পুজো হয়ে আসছে।
তবে, বৃদ্ধ দম্পতির আইনজীবী ছবি দেখিয়ে প্যান্ডেল তৈরিতে দাহ্য পদার্থ ব্যবহারের বিষয়টি তুলে ধরেন, যা তাঁদের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই তথ্য শোনার পরই বিচারপতি সিনহা কড়া নির্দেশ দেন। যদিও বৃদ্ধ দম্পতি এই খাবার নিতে রাজি নন, তবু আদালতের নির্দেশ পুজো কমিটির জন্য একটি বড় ধাক্কা হিসেবেই এসেছে।