নিজেরাই নিজেদের দেশে বোমা ফেলছে! রাষ্ট্রসংঘে পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ
জেনিভা: রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ভারত। সেদেশের মানবাধিকার ও বেহাল অর্থনীতির দিকে আঙুল তুলে ইসলামাবাদকে তুলোধোনা করা হয়েছে। নয়াদিল্লির কটাক্ষ, জঙ্গিদের মদত দেওয়া এবং নিজেদের মানুষের উপর বোমা ফেলার মতো কাজ থেকে অবসর পেলে পাকিস্তানের উচিত তাদের ‘লাইফ সাপোর্টে’ থাকা অর্থনীতি ও মানবাধিকার রক্ষার দিকে মনোযোগ দেওয়া।
সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তাদেরই বিমানবাহিনীর ‘এয়ার স্ট্রাইকে’ ২৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ভারত পাকিস্তানকে এহেন কড়া ভাষায় বিঁধল। রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের ৬০তম অধিবেশনে ভারতের পার্মানেন্ট মিশনের দূত ক্ষিতিজ ত্যাগী এই মন্তব্য করেন। পাকিস্তানি প্রতিনিধি দলের অবান্তর অভিযোগও তিনি খারিজ করে দেন। ক্ষিতিজ ত্যাগী বলেন, ‘একটি প্রতিনিধি দল ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন ও প্ররোচনামূলক মন্তব্যের জন্য এই মঞ্চের অপব্যবহার করে চলেছে।’
পাশাপাশি, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েও ইসলামাবাদের মুণ্ডপাত করেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, ‘অবৈধভাবে দখল করে রাখা ভারতের ভূখণ্ড খালি করুক পাকিস্তান।’ আক্রমণের ঝাঁজ বাড়িয়ে ভারতীয় প্রতিনিধি আরও বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসের রফতানি করে। রাষ্ট্রসংঘের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর ওই দেশ। এমনকী, নিজেদের মানুষের উপরেও বোমা ফেলে ওরা। এই ধরনের অপকর্ম থেকে অবকাশ মিললে পাকিস্তানের বরং তাদের লাইফ সাপোর্টে থাকা অর্থনীতি, সেনার হস্তক্ষেপে বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা এবং মানবাধিকারের অবক্ষয় রোধের দিকে নজর দেওয়া উচিত।’