পুজোর মুখেও কাটছে না অস্বস্তি, মহালয়ায় কি ভাসবে দক্ষিণবঙ্গ – এবেলা

এবেলা ডেস্কঃ
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তবে উৎসবের ঠিক আগেই ভিলেনের ভূমিকায় বৃষ্টি। একদিকে ভ্যাপসা গরম আর অন্যদিকে দফায় দফায় বর্ষা—এই দুইয়ের জেরে অস্বস্তি কাটছে না দক্ষিণবঙ্গের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, মহালয়ার দিন অর্থাৎ রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ায় দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। এই জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার থেকে অবশ্য দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে এবং আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে মহালয়ার দিন উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়েও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, পুজোর মুখে এই বৃষ্টির পূর্বাভাস নিঃসন্দেহে পুজোপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।