‘ফ্রি’ ওষুধ-টাকার লোভ! বাড়ি থেকে উদ্ধার অসুস্থ ব্যক্তি, সামনে এল গুরুতর অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরাখণ্ডের দীপা নগরে ধর্মান্তর-বিরোধী বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বিনামূল্যে ওষুধ, ঘর তৈরি করে দেওয়া এবং আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে ধর্মান্তরের চেষ্টার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এই ঘটনায় হিন্দু সংগঠনের প্রতিবাদের পর নেহরু কলোনি থানার পুলিশ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

আর্য বীর দল সূত্রে খবর, উত্তরাখণ্ডের দীপা নগরের একটি বাড়িতে প্রলোভন দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ধর্মান্তরিত করার চেষ্টা চলছে। এই খবর পাওয়ার পর সংগঠনের সদস্যরা সেখানে পৌঁছান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেন্দ্র সিং নামে এক প্রতিবন্ধী ও আর্থিকভাবে দুর্বল ব্যক্তিকে দীর্ঘদিন ধরে ধর্মান্তরকরণের জন্য চাপ দেওয়া হচ্ছিল। রাজেন্দ্র সিং-এর অভিযোগ, প্রতিবেশী এক মহিলা সুদেশ এবং উত্তর প্রদেশের বাসিন্দা পাস্টার বিজয় ও খুশি তাঁকে ও তাঁর স্ত্রীকে আর্থিক সাহায্যের লোভ দেখিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা করছিলেন। তাঁরা বারবার বিরোধিতা করলেও চাপ দেওয়া হচ্ছিল।

আজ সকালে ওই তিনজন আবার রাজেন্দ্র সিং-এর বাড়িতে গিয়ে আর্থিক প্রলোভন দেখান। রাজেন্দ্র সিং ও তাঁর স্ত্রী প্রতিবাদ করলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। এরপর রাজেন্দ্র সিং ১১২ নম্বরে ফোন করলে অভিযুক্ত পাস্টার বিজয় বাইক ফেলে পালিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা দীপা নগর চৌকিতে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং এফআইআর দায়ের করার দাবি জানান। এরপরই সুদেশ, বিজয় এবং খুশির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই প্রতিবাদে আর্য বীর দল, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, ভৈরব সেনা-সহ একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *