পুজোর আগে বড় চমক! এবার অভিনব পথে , কী করতে চলেছেন তিনি? – এবেলা

এবেলা ডেস্কঃ
পুজোর মুখে অভিনব উদ্যোগ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ডিজিটাল মাধ্যমের সাহায্যে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে চালু করলেন ‘অভিষেকের দূত’ মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পুজোর সময় সাধারণ মানুষকে বিভিন্নভাবে সাহায্য করা হবে।
মূলত দু’টি কারণে এই অ্যাপ চালু করা হয়েছে। প্রথমত, উৎসবের দিনগুলিতে বয়স্ক ও গৃহবন্দি মানুষেরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে এই অ্যাপের মাধ্যমে সরাসরি স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দ্বিতীয়ত, এই অ্যাপ ব্যবহার করে কলকাতা ও তার আশেপাশে কোন মণ্ডপে কেমন ভিড় বা কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।
গত দুই বছর ধরে ‘অভিষেকের দূত’ কর্মসূচিটি সফল হওয়ার পর এবার প্রযুক্তির মাধ্যমে এটিকে আরও বড় পরিসরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এর আগে কর্মসূচির স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নিতেন এবং সাংসদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতেন। এবার এই অ্যাপের মাধ্যমে মানুষের কাছে আরও দ্রুত এবং সহজে পৌঁছানো যাবে বলে মনে করা হচ্ছে।
এই কর্মসূচির মাধ্যমে গত বছর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় আড়াই লক্ষ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছিল। এবার পুজোর সময় আরও বেশি সংখ্যক মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।