বাড়ির নিচে চাপা পড়া ৪ কুইন্টাল ওজনের রহস্যময় সিন্দুক খুলতেই যা দেখা গেল তা দেখে অবাক গ্রামবাসী – এবেলা

এবেলা ডেস্কঃ
অন্ধ্র প্রদেশের কুরনুল জেলার কারিভেমুলা গ্রামে একটি পুরোনো বাড়ি ভাঙার সময় পাওয়া গেল একটি বিশাল ওজনের রহস্যময় সিন্দুক। সিন্দুকটি দেখে বাড়িটির বর্তমান মালিক এবং গ্রামবাসীরা খুবই উত্তেজিত হয়ে পড়েছিলেন। তাঁদের মনে হচ্ছিল, এর ভেতরে হয়তো গুপ্তধন রয়েছে। প্রায় ৪০০ কেজি ওজনের এই সিন্দুক পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সেখানে বিশাল ভিড় জমে যায়।
সঙ্গে সঙ্গে পরিবারটি পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাজস্ব বিভাগ ও পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। তারা গ্যাস কাটার দিয়ে সিন্দুকের তালা ভাঙে। কিন্তু তালা খোলার পর ভেতরের দৃশ্য দেখে উপস্থিত সবাই হতাশ হয়ে পড়ে। সিন্দুকের ভেতরে মূল্যবান কোনো জিনিস ছিল না, ছিল শুধু পুরনো কিছু কাগজপত্র, বালি, লোহা ও স্টিলের ভাঙা টুকরো। এই দৃশ্য দেখে গ্রামের মানুষ একে একে সেখান থেকে চলে যায়।
কারিভেমুলার বাসিন্দা নরসিমহুলু কৃষ্ণ রেড্ডির একটি পুরোনো বাড়ি কেনেন নতুন বাড়ি বানানোর জন্য। পুরোনো বাড়িটি ভাঙার কাজ শুরু করলে শ্রমিকরা বাড়ির ভিত থেকে এই সিন্দুকটি উদ্ধার করেন। সিন্দুকটির ওজন এত বেশি ছিল যে সেটিকে বের করতে একটি ট্র্যাক্টরের সাহায্য নিতে হয়। ততক্ষণে খবরটি সারা গ্রামে ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা বাড়িটির সামনে ভিড় করে।
পুলিশ ও রাজস্ব বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কড়া নিরাপত্তার মধ্যে সিন্দুকটি খোলেন। কিন্তু ভেতরে গুপ্তধনের বদলে পাওয়া যায় কিছু পুরোনো নথি ও বালি। এতে নরসিমহুলু হতাশ হয়ে পড়েন। রাজস্ব কর্মকর্তাদের মতে, সিন্দুকের ভেতরে পাওয়া সব নথিই বেআইনি।