বিয়ের পিঁড়িতে বসার আগেই বাবা হতে চান সলমন! ঐশ্বর্য-ক্যাটরিনাকে নিয়ে যা বললেন ভাইজান – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সালমান খান। বয়স ৫৯ পেরোলেও এখনও তিনি একা। একাধিকবার প্রেমে পড়লেও কোনও সম্পর্কই পরিণতি পায়নি। কেন তার প্রেম বারবার ভেঙেছে? এই প্রথমবার সেই রহস্য ফাঁস করলেন বলিউড সুপারস্টার। শুধু তাই নয়, বিয়ে না করেই বাবা হওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি একটি চ্যাট শো-তে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন সালমান। তার কথায়, “যখন কোনও সম্পর্কে একজন সঙ্গী অন্যজনের চেয়ে বেশি সাফল্য পায়, তখনই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। অপরজন নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। আমার মনে হয়, দু’জনেরই একসঙ্গে এগিয়ে যাওয়া উচিত, যাতে কেউ কারও ঘাড়ে নিশ্বাস না ফেলে।”

ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ থেকে সঙ্গীতা বিজলানি— তার জীবনে একাধিক প্রেমের সম্পর্ক এসেছে, কিন্তু কোনওটাই টেকেনি। এই বিষয়ে কথা বলতে গিয়ে সালমান বলেন, “যদি কোনও সম্পর্ক না টেকে, তো না টিকুক। যদি কাউকে এর জন্য দোষ দিতেই হয়, তবে আমাকেই দোষ দিক।”

একই শো-তে সালমান জানান, ‘এক থা টাইগার’ ছবির সময়ে তার মনে হয়েছিল, যদি তার একটি সন্তান থাকত। তিনি বলেন, “আমি বাবা হতে ইচ্ছুক। কোনও একদিন নিশ্চয়ই বাবা হব। এটা হয়তো খুব তাড়াতাড়িও হতে পারে, আবার পরেও হতে পারে। তবে এটা ঠিক যে, সন্তানের বাবা আমি হবই।” সালমানের এই অকপট স্বীকারোক্তি শুনে ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *