ট্রাম্পের ‘চমক’: TikTok-এর নতুন মালিকানা এখন আমেরিকার হাতে! কী হবে জনপ্রিয় অ্যাপটির ভবিষ্যৎ? – এবেলা

এবেলা ডেস্কঃ

ওয়াশিংটন: অবশেষে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ TikTok-এর মালিকানা নিয়ে দীর্ঘ জল্পনার অবসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক এক্সিকিউটিভ অর্ডারে সই করে অ্যাপটিকে একটি মার্কিন সংস্থার কাছে বিক্রির অনুমতি দিয়েছেন। এর ফলে আমেরিকায় TikTok নিষিদ্ধ হওয়ার আশঙ্কা আপাতত দূর হলো।

দীর্ঘদিন ধরেই আমেরিকা ও চিনের মধ্যে TikTok নিয়ে বিবাদ চলছিল। দেশের সুরক্ষার জন্য এই চিনা অ্যাপটি বিপজ্জনক বলে বারবার দাবি করেছিলেন ট্রাম্প প্রশাসন। তবে মালিকানা মার্কিন সংস্থার হাতে গেলে সেই ঝুঁকি আর থাকবে না বলে মনে করা হচ্ছে।

কত দরে বিক্রি হচ্ছে? রায়টার্সের রিপোর্ট অনুযায়ী, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, TikTok-এর জন্য দর ১৪ বিলিয়ন ডলার পর্যন্ত উঠেছে।

ট্রাম্পের নতুন এক্সিকিউটিভ অর্ডারের ফলে তাৎক্ষণিকভাবে আমেরিকায় TikTok নিষিদ্ধ হচ্ছে না। এই অর্ডারের মাধ্যমে ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে আইন প্রণয়নে বাধা দেওয়া হয়েছে, যার ফলে TikTok-এর মূল সংস্থা ByteDance দেশজুড়ে নিষিদ্ধ হওয়ার পরিস্থিতি থেকে আপাতত রক্ষা পেল।

নতুন মালিক কারা? চুক্তি অনুযায়ী, TikTok এবার নতুন বোর্ড অফ ডিরেক্টর নিয়োগ করবে। একইসঙ্গে অ্যাপটির অ্যালগরিদম, সোর্স কোড এবং কন্টেন্ট মডারেশন সিস্টেমও নতুন মালিকের কাছে হস্তান্তরিত হবে।

এই চুক্তির পর Oracle এবার TikTok-এর সিকিউরিটি অপারেশন পরিচালনা করবে এবং ক্লাউড সার্ভিসও দেবে। এছাড়াও Oracle, Silver Lake এবং আবু ধাবির MGX গ্রুপ সম্মিলিতভাবে নতুন মালিকানায় ৪৫ শতাংশ অধিকার পাবে। জেডি ভান্স রয়টার্সকে জানান, প্রথমে চিনের তরফে কিছু আপত্তি থাকলেও, মার্কিন ডেটা সুরক্ষার দিকটি নিশ্চিত হওয়ায় তারা এই চুক্তিতে এগিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এবং তিনি সম্মতি দিয়েছেন। ট্রাম্পের কথায়, “আমি ওঁকে বললাম আমরা এটা করতে চাই আর তিনিও সম্মতি দিলেন। এবার থেকে TikTok US সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারাই নিয়ন্ত্রিত হবে।” ট্রাম্প আরও জানান, আমেরিকার প্রশাসন সবসময় নজর রাখবে যাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি সহিংসতা বা উসকানি ছড়ানোর জন্য ব্যবহার না হয়। তবে পুরো প্রক্রিয়ায় ByteDance তাৎক্ষণিক কোনো তথ্য পায়নি বলেই জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *