RJD-এ তীব্র আলোড়ন! লালু-পুত্র তেজ প্রতাপের নতুন দল, নাম ও প্রতীক কী? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিহারের রাজনীতিতে ফের নতুন মোড়। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্রীয় জনতা দল (RJD)-এর অন্দরে বড়সড় চ্যালেঞ্জ ছুড়লেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব। তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন নিজের নতুন রাজনৈতিক দল।

‘জনশক্তি জনতা দল’-এর জন্ম: প্রতীক ‘ব্ল্যাক বোর্ড’

RJD-এর প্রাক্তন এই নেতা তাঁর নতুন দলের নাম রেখেছেন ‘জনশক্তি জনতা দল’। দলের নির্বাচনী প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘ব্ল্যাক বোর্ড’। তেজ প্রতাপ যাদব নিজের অফিসিয়াল ‘X’ হ্যান্ডেলে নতুন দলের পোস্টার এবং প্রতীকের ছবি প্রকাশ করে এই ঘোষণা করেছেন।

পোস্টারে তেজ প্রতাপ জানিয়েছেন, তাঁর এই নতুন দল সম্পূর্ণরূপে বিহারের সামগ্রিক উন্নয়নে নিবেদিত থাকবে। তাঁর লক্ষ্য বিহারে সম্পূর্ণ পরিবর্তন এনে একটি নতুন ব্যবস্থা তৈরি করা। এই দলের মাধ্যমে তিনি বিহারের সার্বিক বিকাশের জন্য লড়াই করবেন এবং আসন্ন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী পক্ষকে কড়া চ্যালেঞ্জ জানাবেন।

তেজস্বীর পথে কাঁটা? RJD-তে কেন এত শোরগোল?

তেজ প্রতাপের এই আচমকা দল গঠনের ঘোষণায় RJD শিবিরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এর প্রধান কারণ, এটি সরাসরি তাঁর ছোট ভাই এবং ‘ইন্ডিয়া’ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের জন্য এক বড় ধাক্কা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তেজ প্রতাপ যাদব তাঁর নতুন দল ‘জনশক্তি জনতা দল’-এর মাধ্যমে ভোটে ভাগ বসিয়ে তেজস্বীর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নকে কঠিন করতে পারেন।

তাঁকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ RJD নেতা ও বিধায়কদের ভাঙিয়ে নিজের দলে নিয়ে এসে তেজ প্রতাপ যে কোনও মুহূর্তে তেজস্বীকে বড়সড় ধাক্কা দিতে পারেন বলেও মনে করা হচ্ছে। যদিও এই নতুন দল বিহারের রাজনীতিতে কতটা জনসমর্থন আদায় করতে পারে এবং কতটা জায়গা করে নিতে পারে, তা সময় বলবে। তবে আপাতভাবে এই ঘোষণায় যাদব পরিবার এবং RJD-এর অভ্যন্তরে চাপা উত্তেজনা যে বহুগুণ বাড়ল, তা স্পষ্ট।

পোস্টারে মহাত্মা গান্ধী, বিআর আম্বেদকর, রাম মনোহর লোহিয়া, জয় প্রকাশ নারায়ণ এবং কর্পুরী ঠাকুরের মতো ৫ জন মনীষীর ছবি ব্যবহার করেছেন তেজ প্রতাপ যাদব। এই পদক্ষেপের মাধ্যমে তিনি দলের ভাবমূর্তি কোন দিকে নিয়ে যেতে চাইছেন, সেই দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *